রাশি নির্ণয় পদ্ধতি – Cisfrectt Read it later

রাশি নির্ণয় পদ্ধতি জানতে অনেকের মনের ইচ্ছা জাগে। আপনার রাশি শুভ অথবা অশুভ সেটা জানতে হলে অবশ্যই আমাদের এই পোস্টটি সম্পন্ন করতে হবে।

বর্তমানে মানুষ জানতে চাই তার জন্য কোন রংটি শুভ কোন জন্মদিন শুভ অথবা শুভ সংখ্যা কোনটি। আজকে এই পোস্টে জন্ম তারিখ অনুযায়ী রাশি নির্ণয় করার জন্য ১০০ টি পদ্ধতি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। সাধারণত রাশে নির্ণয় পদ্ধতির প্রধান উপকরণ হচ্ছে আপনার জন্ম তারিখ জানা। জন্ম তারিখ জানা থাকলে রাশি নির্ণয় করতে সুবিধা হয়।

রাশি নির্ণয় পদ্ধতি জন্ম তারিখ দিয়ে

যাদের জন্ম তারিখ জানা নাই তারা তাদের রাশে নির্ণয় পদ্ধতি কোন কাজে আসবে না। রাশিচক্রের বই ঘাটাঘাটি করলে আমরা বারটি রাশি পেয়ে থাকি এবং এই রাশিগুলো বের করা হয় একজন ব্যক্তির জন্ম তারিখের ওপর ভিত্তি করে। আপনাদের সকলের সুবিধার জন্য আমরা বাংলা এবং ইংরেজি দুইটা জন্ম তারিখের উপর ভিত্তি করেই রাশি সেট করব।

চলুন কথা না বাড়িয়ে আমরা রাশি নির্ণয় পদ্ধতি দেখে নেই।

১২ টি রাশি গুলো হচ্ছে, মেষ রাশি, বৃষ রাশি, মিথুন রাশি, কর্কট রাশি, সিংহ রাশি, কন্যা রাশি, তুলা রাশি, বৃশ্চিক রাশি, ধনু রাশি, মকর রাশি, কুম্ভ রাশি, মীন রাশি ।

তো চলুন এবার রাশি নির্ণয় পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করি, এবং বারোটি রাশি চক্রের মধ্যে কোন তারিখে কোন রাশি হয় সেগুলো বিশ্লেষণ করা যাক

মেষ রাশি

আপনার জন্ম তারিখ যদি ইংরেজি বছরের মার্চ মাসের ২১ তারিখ থেকে এপ্রিল মাসের বিশ তারিখের মধ্যে হয় তাহলে আপনি মেষ রাশির অন্তর্ভুক্ত। অপরপক্ষে বাংলা চৈত্র মাসের ৮ তারিখ থেকে বৈশাখ মাসের 7 তারিখের মধ্যে জন্মগ্রহণ করলেও আপনি মেষ রাশির অন্তর্ভুক্ত। এই রাশি মঙ্গল গ্রহের অধিপতি। এই রাশির শুভ রং হচ্ছে লাল, সাদা, গোলাপি ও লাল সাদা মেশানো। শুভ সংখ্যা ৯। এই রাশির শুভ পাথর হচ্ছে রক্ত প্রবাল, তাছাড়া অন্যান্য পাথর যেমন রুপি, ব্লাডস্টোন রক্ত প্রবাল ও হীরা এগুলো রাশির শুভ। এ রাশির শুভ ধাতু হচ্ছে লোহা ও ইস্পাত। এই রাশির শুভ দিন মঙ্গলবার। এই রাশির শুভ সঙ্গিনী অথবা সঙ্গী হচ্ছে ধনু ও সিংহ।  রাশি নির্ণয় পদ্ধতি

বৃক্ষ রাশি

যাদের জন্ম ইংরেজি মাসের এপ্রিলের একুশ তারিখ থেকে মে মাসের ২১ তারিখের মধ্যে তারা বৃক্ষ রাশির অন্তর্ভুক্ত। অন্যদিকে যারা বৈশাখের ৮ তারিখ থেকে জৈষ্ঠের সাত তারিখের মধ্যে তারাও বৃক্ষ রাশির অন্তর্ভুক্ত। এই রাশির কোটিপতি গ্রহের নাম শুক্র। এই রাশির শুভ রঙ হচ্ছে আকাশী নেভি ব্লু, লাল, কমলা ও সাদা। এই রাশির সংখ্যা শুভ সংখ্যার 6। এই রাশির শুভ পাথর পান্না ,হীরা ,পোখরাজ। শুভ ধাতু তামা ও ব্রোঞ্জ। শুভ সঙ্গে নিয়ে রাশি হচ্ছে মকর, কন্যা ও কর্কট।

মিথুন রাশি

যাদের বাংলা আশার মাসের ৮ তারিখ থেকে শ্রাবণ মাসের ৮ তারিখের মধ্যে জন্ম তারিখ আছে তারা কর্কট রাশির অধিকারী। আবার ইংরেজি মাসের জুন ২২ থেকে জুলাই ২২ এর মধ্যে যাদের জন্ম তারাও কর্কট রাশির অধিকারী। কর্কট রাশির অধিপতি গ্রহ হচ্ছে চন্দ্র। কর্কট রাশির শুভ রং হালকা সবুজ, ক্রিম, কমলা ও সাদা। কর্কট রাশির শুভ সংখ্যা ২। কর্কট রাশির শুভ দিন সোমবার এবং শুভ সঙ্গী সঙ্গীনের রাশি হচ্ছে মীন, বৃশ্চিক ও বৃষ। শুভ পাথর রক্ত প্রবাল, পান্না, মুনস্টন। শুভ ধাতু রুপা ও প্লাটিনাম।

সিংহ রাশি

যাদের জন্ম ইংরেজি তারিখে জুলাই ২৩ তারিখ থেকে আগস্ট এর ২৩ তারিখের মধ্যে অথবা বাংলা মাসের শ্রাবণ ৮ তারিখ থেকে ভাদ্র আট তারিখের মধ্যে তারা সকলেই সিংহ রাশির অন্তর্ভুক্ত। সিংহ রাশির অধিপতি হল রবি গ্রহ। সিংহ রাশির শুভ রং লাল, সোনালী, হলুদ, চকলেট। শুভ সংখ্যা ১ । শুভ পাথর রুবি পোখরাজ প্রবাল। শুভ দিন রবিবার। সঙ্গী সঙ্গীনের রাশি হচ্ছে ধনু, মেশ ও মিথুন। রাশি নির্ণয় পদ্ধতি

কন্যা রাশি

যাদের জন্ম ইংরেজি মাসের আগস্ট ২৪ থেকে সেপ্টেম্বর 23 তারা কন্যা রাশির অন্তর্ভুক্ত। আবার সেই সকল মানুষও কন্যা রাশির অন্তর্ভুক্ত যারা বাংলা ভাদ্র মাসের ৯ তারিখ থেকে আশ্বিন মাসের ৮ তারিখের মধ্যে জন্ম গ্রহন করেছেন। কন্যা রাশির অধিপতি গ্রহ বুধ। কন্যা রাশির শুভ রং ধূসর ও নেভি ব্লু। শুভ সংখ্যা 5। শুভ পাথর পান্না মুক্তা ও ওপাল। কন্যা রাশির শুভ ধাতু হচ্ছে রুপা ও প্লাটিনাম। কন্যা রাশির শুভ দিন বুধবার। কন্যা রাশির সঙ্গী সঙ্গীনের রাশি হচ্ছে মকর ও বৃষ রাশি। রাশি নির্ণয় পদ্ধতি

তুলা রাশি

রাশি নির্ণয় পদ্ধতি
রাশি নির্ণয় পদ্ধতি

যাদের জন্ম ইংরেজি সেপ্টেম্বর মাসের ২৪ তারিখ থেকে অক্টোবর মাসের ২৩ তারিখের মধ্যে তারা তুলা রাশির অন্তর্ভুক্ত। অন্যদিকে বাংলা মাসের আশ্বিনের আট তারিখ থেকে কার্তিকের ৮ তারিখের মধ্যে তারা সবাই তুলা রাশির অধিকারী। তুলা রাশির অধিপতি গ্রহ দুইটি। একটি হচ্ছে শুক্র এবং অপরটি হচ্ছে বুধ। তুলা রাশির শুভ রং সবুজ ফিরোজা আকাশী ও সাদা। তুলা রাশির শুভ দিন শুক্রবার। তুলা রাশি শুভ সংখ্যা ৬। তুলা রাশির শুভ পাথর পান্না এর সাথে ফিরোজা এবং ওপাল ও ক্যাটস আই। তুলা রাশির শুভ ধাতু তামা ও ব্রোঞ্জ। অপরদিকে তুলা রাশির সঙ্গী সঙ্গীনের রাশি হচ্ছে  কুম্ভ ও মিথুন রাশি। রাশি নির্ণয় পদ্ধতি

বৃশ্চিক রাশি

যাদের জন্য ইংরেজি অক্টোবর মাসে ২৪ তারিখ থেকে নভেম্বর মাসের ২২ তারিখ পর্যন্ত তারা বৃশ্চিক রাশির অন্তর্ভুক্ত। বাংলা কার্তিক মাসের ৯ তারিখ থেকে অগ্রহায়ণ মাসের ৮ তারিখের মধ্যে যাদের জন্ম তারাও সকলেই বৃশ্চিক রাশির অন্তর্ভুক্ত। বৃশ্চিক রাশির অধিপতি গ্রহের নাম হচ্ছে মঙ্গল। বৃশ্চিক রাশির শুভ রং নীল গিয়ে চকলেট সবুজ ও লাল রং। বৃশ্চিক রাশির শুভ সংখ্যা ৯। এই রাশির শুভ পাথর রক্ত প্রবাল হলদে পোখরাজ ও ক্ষেত্রবিশেষ পান্না ও হীরা। বৃশ্চিক রাশির শুভ ধাতু লোহা ও ইস্পাত। বৃশ্চিক রাশির শুভ দিন মঙ্গলবার। বৃশ্চিক রাশির সঙ্গী সঙ্গীনের রাশি হচ্ছে কর্কট ও মীন রাশি। রাশি নির্ণয় পদ্ধতি

ধনু রাশি

যাদের জন্ম ইংরেজ মাসের নভেম্বর ২৩ থেকে ডিসেম্বর একুশের মধ্যে তারা সবাই ধনু রাশির অন্তর্ভুক্ত। অন্যদিকে বাংলা মাসের অগ্রহায়নের নয় তারিখ থেকে পৌষ মাসের ৭ তারিখের মধ্যে তারা সকলেই ধনু রাশির অধিকারী। ধনু রাশির অধিপত্য গ্রহের নাম হচ্ছে বৃহস্পতি। ধনু রাশির শুভ রং হচ্ছে হলুদ বেগুনি ও ক্রিম। ধনু রাশির শুভ সংখ্যা ৩। ধনু রাশি শুভ পাথর পোখরাজ। ধনু রাশির শুভ ধাতু রুপা ও প্ল্যাটিনিয়াম। ধনু রাশির শুভ দিন বৃহস্পতিবার। ধনু রাশি সঙ্গী সঙ্গীনের রাশি হচ্ছে মেশ, সিংহ ও ধনু রাশি। রাশি নির্ণয় পদ্ধতি

মকর রাশি

চাঁদের জন্ম ডিসেম্বর মাসে 22 তারিখ থেকে জানুয়ারি মাসের ২০ তারিখের মধ্যে তারা সবাই মকর রাশির অধিকারী। অন্যদিকে বাংলা পৌষ মাসের ৮ তারিখ থেকে মাঘ মাসের 7 তারিখের মধ্যে যাদের জন্ম তারা মকর রাশি অন্তর্ভুক্ত। মকর রাশি কোটি গ্রহের নাম শনি। মকর রাশির শুভ রং নীল, চকলেট, ক্রিম ও সবুজ। মকর রাশি শুভ সংখ্যা ৮। মকর রাশির শুভ পাথর ইন্দ্রিলা এর সাথে এমিস্টিস রক্ত প্রবাল ও গমেদ। মকর রাশির শুভ ধাতু লোহা ও সীসা। মকর রাশি শুভ দিন শনিবার। মকর রাশির শুভ সঙ্গী সঙ্গীনের রাশি হচ্ছে বৃষ রাশি, কন্যা, মীন রাশি, বৃশ্চিক রাশি। রাশি নির্ণয় পদ্ধতি

কুম্ভ রাশি

যাদের জন্ম ইংরেজি জানুয়ারি মাসের ২১ তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের ১৮ তারিখের মধ্যে তারা সবাই কুম্ভ রাশির অধিকারী। অন্যদিকে বাংলা মাসের মাঝের আট তারিখ থেকে ফাল্গুনের ৬ তারিখের মধ্যে যারা জন্ম তারা সবাই কুম্ভ রাশি অন্তর্ভুক্ত। কুম্ভ রাশির অধিপতি গ্রহ শনি। কুম্ভ রাশির শুভ রং নীল, সবুজ, বেগুনি। কুম্ভ রাশির শুভ সংখ্যা ৪। সর্বপ্রথম শুভ পাথর ইন্দ্রিলা এর সাথে পান্না ও হীরা। শুভ ধাতু সোনা, রুপা হোয়াইট গোল্ড। শুভ দিন শুক্র ও শনিবার। সঙ্গী সঙ্গীনের রাশি হচ্ছে মিথুন ও তুলা রাশি। রাশি নির্ণয় পদ্ধতি

মীন রাশি

জাতের জন্ম ফেব্রুয়ারি মাসে ১৯ তারিখ থেকে মার্চ মাসে ২০ তারিখের মধ্যে তারা সবাই মীন রাশির অন্তর্ভুক্ত। অন্যদিকে বাংলা মাসের ফাল্গুনের সাত তারিখ থেকে চৈত্রের সাত তারিখের মধ্যে তারা সবাই মীন রাশি। মীন রাশির অধিপতী গ্রহ বৃহস্পতি। মীন রাশির শুভ রং সাদা, নীল ও সবুজ। মীন রাশির শুভ সংখ্যা ৭। মীন রাশির শুভ পাথর হলুদ, পোখরাজ এর সাথে রক্ত প্রবাল ও মুনস্টন । শুভ ধাতু রুপা। শুভ দিন বৃহস্পতি ও সোমবার। সঙ্গী সঙ্গীনের রাশি হচ্ছে কর্কট ও বৃশ্চিক রাশি।

আশা করি রাশি নির্ণয় পদ্ধতি করে আপনারা আপনাদের রাশিগুলো সঠিকভাবে নির্ণয় করতে পেরেছেন। পোস্টটি ভালো লাগলে আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন

Please one more PV Before Get Code

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *